You are currently viewing ৪১ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ভাইভায় যেসব প্রশ্নের সম্মুখীন হয়েছেন জানিয়েছেনঃ শুভাগত সরকার বর্ণ

৪১ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ভাইভায় যেসব প্রশ্নের সম্মুখীন হয়েছেন জানিয়েছেনঃ শুভাগত সরকার বর্ণ

Share on social media

প্রবেশ করে যথাযথভাবে সম্মানিত স্যারদের সালাম দিয়ে দাঁড়িয়ে থাকলাম। সব স্যার-ই সালাম এর উত্তর দিলেন। এরপর চেয়ারম্যান স্যার বসতে বললেন। বসে ধন্যবাদ জানালাম স্যারকে। এরপর স্যার মাস্ক খুলতে বললেন। তারপর প্রশ্নোত্তর পর্বের শুরু।

চেয়ারম্যান স্যার যেসব প্রশ্ন করেছেনঃ 

১.তোমার নাম কি?

২.তোমার নামটা তো সুন্দর। তোমার নামের অর্থ কি?

৩.পড়াশোনা কোথায় করেছ?

৪.কোন বিষয়ে পড়াশোনা করেছ’?

৫.”তুমি তাহলে ইঞ্জিনিয়ার”, এখন কি কর?

৬.তোমার নাম  তো বর্ণ । “বর্ণে গন্ধে ছন্দে গীতিতে” একটা গান আছে। জানো তুমি?

৭.এই গান কে গেয়ছেন?

৮.গানটা গেয়ে শোনাতে পারবে?

৯.এই গান যিনি গেয়েছেন উনার ছেলের নাম কি?

১০.ওনার গাওয়া কয়েকটা গানের নাম বল।

১১.ঋত্বিক ঘটক কে?

১২.বাংলাদেশে পরিচালিত উনার  একটা সিনেমার নাম বল।

১৩.মৃনাল সেন এবং মৃনাল হক কে?

১৪.মৃনাল হকের কাজের নাম বল।

১৫.মৃনাল সেনের কাজের নাম বল

১৬.তোমার বাসা তো কিশোরগঞ্জ। তোমার এলাকার একজন বিখ্যাত চলচিত্র পরিচালকের নাম বল।

১৭. উনার পরিচালিত সিনেমার নাম বল।

১৮.উনি একজন বাংলাদেশের অভিনেত্রীর সাথে কাজ করেছেন। উনার নাম কি?

১৯.সেই সিনেমার নাম কি ছিল?

২০.করোনার সময় একজন, বিখ্যাত বাঙালী অভিনেতা মারা যান। উনার নাম কি?

২১.বাংলা বর্ণমলোয় কয়টি বর্ণ আছে?

২২.সবগুলো বল।

এক্সটার্নাল স্যার-১ যেসব প্রশ্ন করেছেন :

১.চয়েসলিস্ট বলো তোমার

২. তুমি তো ইঞ্জিনিয়ার। Tax ক্যাডার পেলে কিভাবে অবদান রাখবে তুমি?

৩.ধানমণ্ডি ৩২ নম্বর চেনে?

৪.কেন বিখ্যাত এই জায়গা?

৫.গিয়েছো কখনো এখানে?

৬.কি কি দেখেছো সেখানে বল।

৭.কোন জায়গাটা সবচেয়ে বেশি দাগ কাটে মনে?

৮.কেন দাগ কাটলো মনে?

 

এক্সটার্নাল-২ স্যার যেসব প্রশ্ন করেছেন:

১.ভারতভাগ হয় কত সালে?

২. ভারতভাঙার সময় ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?

৩.কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

৪.মুসলিম লীগের সভাপতি কে ছিলেন?

৫.ভারতছাড় আন্দোলন কি? কবে হয়েছিল?

৬. অসহযোগ  আন্দোলন কি? কবে হয়েছিল?

৭. প্রশাসনে কেন আসতে চাও ব্যাখ্যা কর।

 

এই প্রশ্নের মাধ্যমে ভাইবা শেষ হয়। প্রায় ২০ মিনিটের মত ছিলাম ভাইবা বোর্ডে। ২০ মিনিটে আমার একবারও “সরি স্যার” বলতে হয়নি। সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা সেজন্য। ওইদিন ভাইবা দেয়ার পর অনুভব করলাম, আমরা যাই করি না কেন, যাই পড়িনা কেন, যাই দেখি না কেন কোনো জ্ঞান-ই ফেলনা না। কারন ছাড়া কাজ হয় না। কোন জ্ঞান কোনদিন কোন কাজে লাগবে তা সৃষ্টিকর্তা জানেন। সেভাবেই তিনি তৈরী করেন সবাইকে। তাই আমরা যে অবস্থানেই থাকি না কেন, হতাশ না হয়ে চেষ্টা অব্যহত রাখি ভাল করার। সবার জন্য শুভকামনা রইলো।

শুভাগত সরকার বর্ণ,

৪১ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত, চুয়েট সিএসই-১৩।


Share on social media

Leave a Reply